(এই পোস্ট টি http://www.islamicresearchacademy.com/ থেকে কপি করা)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে একটি অসাধারণ ইলেক্ট্রনিক কুরআনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এটির নাম: আয়াত স্টান্ডার্ড (ভার্সন ১.১.০) যা কুরআনের জ্ঞান পিপাষু মানুষের প্রত্যাশা অনেকটা পুরণ করবে বলে বিশ্বাস। তবে আসুন, তবে এই কুরআনটির সাথে পরিচিত হওয়া যাক:
এই সফটওয়্যাটিতে যে সকল সুবিধা রয়েছে সেগুলো সংক্ষেপে উপস্থাপন করা হল:
(এই পোস্ট টি http://www.islamicresearchacademy.com/ থেকে কপি করা)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে একটি অসাধারণ ইলেক্ট্রনিক কুরআনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এটির নাম: আয়াত স্টান্ডার্ড (ভার্সন ১.১.০) যা কুরআনের জ্ঞান পিপাষু মানুষের প্রত্যাশা অনেকটা পুরণ করবে বলে বিশ্বাস। তবে আসুন, তবে এই কুরআনটির সাথে পরিচিত হওয়া যাক:
এই সফটওয়্যাটিতে যে সকল সুবিধা রয়েছে সেগুলো সংক্ষেপে উপস্থাপন করা হল:
- এটি ডাউনলোড করার পর ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যায়।
- বাস্তব বইয়ের মত কুরআনের পৃষ্ঠা উল্টিয়ে পড়া যায়।
- বাংলা সহ ৩৫টি ভাষায় অনুবাদ। (বাংলা অনুবাদের জন্য বাংলা সিলেক্ট করতে হবে)
- বিশ্ববিখ্যাত কারীদের অডিও তেলওয়াত।
- যে সকল কারীদের তেলাওয়াত রয়েছে তারা হলেন:
- Al-Husari
- Al-Husari (Mojawwad)
- Al-Huthaify
- AbdullRahman Al-Sudais
- Saud Al-Shoraim
- Maher Al-moaqeli
- Saad Al-Gamdi
- Mohammad Jebreil
- Abu Baker Al-shatrei
- Ahmad Al-ajami
- Mishari Al-efasi
- Abdullah Basfar
- Abdullbaset
- Abdullbaset (Mojawwad)
- Al-Menshawy
- Al-Menshawy (Mojawwad)
- Mohammad Ayoub
- Hani Al-Refaei
- Awad Al-Juhanee
- Abdel-Muhsin Al-Qassem
- Al-Tabalawi
- Khalefa Al-Tunaiji (Teacher)
- Ibrahim Al-Dosary (Warsh)
- Yassin Al-Jazaery (Warsh)Al-Husari
- Mahmoud Ali Al-Banna
- Abdullbaset *
- Al-Menshawy *
- Al-Huthaify *
- Abdullah Basfar *
- Mohammad Ayoub *
- Ibrahim Al-Akhdhar
- ভয়েস অনুবাদ:
- English – Sahih International
- Français – Hamidullah
- اردو – جالندربرى
- নিদিষ্ট কিছু আয়াতকে বার বার শুনার জন্য আছে ‘রিপিড সেটিং’। সেখানে কোন সূরার কয়টি আয়াত বারবার শুনতে চান তা নির্ধারণ করে নিতে হবে। এই পদ্ধতিটি আপনাকে কুরআন মুখস্ত করতে সাহযায্য করবে। ইনশাআল্লাহ।
- এই সফটওয়্যারটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে রয়েছে ইংরেজী ও আরবী ভাষায় সকল উল্লেখযোগ্য তাফসীর সমূহ।
- এটি সব ওপারেটিং সিস্টেমের জন্যে উপযোগী করে এটি তৈরী করা হয়েছে। যেমনঃ Windows, Linux, Mac
- এছাড়াও ‘আয়াত’ সফটওয়্যারটি ওয়েবসাইটে লাইভ পড়ার জন্যে Embed করে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।
নিচের স্ক্রিনশট গুলো দেখুন:
১. মনোমুগ্ধকর ইন্টারফেস:
১. মনোমুগ্ধকর ইন্টারফেস:
২. বাংলা ভাষায় অনুবাদ সিলেক্ট করা হয়েছে:
৩. বাংলা অনুবাদ প্রদর্শন করা হয়েছে:
৪. অডিও প্লেয়ার:
এই সফটওয়্যারটি তৈরীর পেছনে যারা অবদান রেখেছেন:
- King Fahd Complex for the Printing of the Holy Qur’an (source of Quran images files)
- Tanzil.net (source of Quran text and translations)
- mosshaf.com (source of Tafasir (explanations)) and
- Verse by Verse Quran (source of recitations audio files)
- সফটওয়্যারটি এখান থেকে (আপডেট ভার্সন ১.১.০টি) ডাউনলোড করুন। উল্লেখ্য যে, ইন্টারনেট কানেকশন ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথম খোলার সময় কারীদের তেলাওয়াত ও অনুবাদ ডাউনলোড করতে বলা হবে। সেখানে Ok দিয়ে Start এ ক্লিক দিলেই ডাউনলোড শুরু হবে। তারপর, সম্পূর্ণ ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে একবার ডাউনলোড করে নিলে পরবর্তীতে ইন্টারনেট কানেকশন ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ।
- অন লাইন প্রিভিউ দেখতে এখানে ক্লিক করুন।
(এই পোস্ট টি http://www.islamicresearchacademy.com/ থেকে কপি করা)
একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে ফেসবু্ক থেকে