0


প্রথমে আপনার প্রোফাইলে যান
তারপর অপেরা মিনি থেকে এড্রেস
বারে যান এবং এড্রেসের প্রথম
দিকের এম কেটে টাচ বসান
(example: http://touch.facebook.com/zahin.zawad01)
এবার দেখবেন আপনার
প্রোফাইলে টাইমলাইন শো করছে

এবার যে জায়গাটাতে কভার
ফটো থাকে, ওইখানে দেখুন
একটা ক্যামেরা আইকন আছে নিচের
দিকে, ঠিক সেখানে ক্লিক করুন
এবার আপনার এ্যালবাম
গুলো থেকে এ্যালবামের যেকোন
একটা ফটো সিলেক্ট করতে বলবে
সেটা সিলেক্ট করে দিন এবার
যে পেইজ আসবে ,
সেখানে দেখবেন উপরের দিকে "
ইউজ " লেখা আছে সেখানে ক্লিক
করুন, ব্যস সেট হয়ে গেলো আপনার
কভার ফটো

একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে

 
Top