গ্রামের প্রেক্ষাপটে ছোট ছোট ছেলেদের হাতে ইন্টারনেট এনাবল ডিভাইস চলে এসেছে!!
:
তাদের কাছে ইন্টারনেট বলতে 'পাগলু' মুভির গান ডাউনলোড করাই হলো নেট ইউজ করা..!!
:
এর পাশাপাশি ফেসবুকিং করাটা যুক্ত হলে একটা ছেলের কাছে ইন্টারনেট তথা পুরো সাইবার দুনিয়াই হলো ফেসবুক এবং পাশাপাশি বড়জোর দু-চারটা ডাউনলোড সাইট!!
:
এই ক্যাটাগরির ছেলেরা গুগলও ব্যবহার করে তবে, আজে বাজে ভিডিও খুজতে...!!
:
এখন প্রশ্ন হলো, ইন্টারনেট 'ব্যবহার' বলতে আমরা কি এটাই বুঝি??
:
তবে কোন রকম পূর্বধারণা ছাড়াই যখন এই অচেনা জগতে কেউ প্রবেশ করে তখন ভুল পথে যাওয়াটাই হলো স্বাভাবিক ঘটনা।
:
ইন্টারনেট আসলে কি?
আমাদের সামনে যে ডিজিটাল বাংলাদেশ বলে চিল্লাপাল্লা করা হয় সেটা আসলে কি??
প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে সহজেই সমস্যার সমাধান করতে পারি??
:
এসব প্রশ্নের সঠিক উত্তর কি আমাদের বোধগম্য?
:
পক্ষান্তরে এমন নজিরও আছে, গ্রামে কিংবা মফস্বল শহরে বসেই ইন্টারনেট ঘেটেই কেউ প্রোগ্রামিং শিখে ফেললো,
কিংবা টিউটোরিয়াল দেখেই শিখে ফেললো ওয়েব ডিজাইন!!
কিংবা এমন একটা এপ্লিকেশন তৈরি করলো যেটা সাধারন মানুষের কাজকে সহজ করে দিলো!
:
তথ্য-প্রযুক্তির এই যুগে জ্ঞান আমাদের সামনে মুক্ত। আমরা চাইলেই ডুব দিতে পারি তথ্যের সমূদ্রে...! জানার তৃষ্ণা মেটাতে গুগলকে আপন করে নিতেই পারি...
:
এই প্রযুক্তির হাতেই আছে ভালো খারাপ সব! শুধু আমাদের মানসিকতা ঠিক করতে হবে আমরা কোনদিকে যাবো...
:
প্রশ্ন হলো, সুস্থ ধারা কে তৈরি করে দেবে??
এটা আমাদেরই করতে হবে, আমি আমার ছোটভাইটাকে বোঝাব, আপনি আপনার বোনটাকে..
:
সর্বোপরি, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি এবং একাডেমিক লেভেলে শিক্ষকদেরও ভুমিকা পালন করতে হবে...
:
আমাদের হেডমাষ্টার মনে করতেন ইন্টারনেট স্রেফ পর্ণভিডিও দেখার জায়গা, তাই একদিন সব অভিভাবক ডেকে এটা বুঝিয়ে ছেলেমেয়েদের ফোন আলমারিতে তালাবন্ধ করার ব্যবস্থা করে দিলেন!!
:
এমনটা হলে হবে না।
সো কলড ইন্টারনেট ইউজ করার যে ধারনা তা বদলাতে হবে।
অবশ্যই নতুনদেরকে গাইডলাইন দিতে হবে।
:
কারন যে পড়াশোনা করে মোটর মেকানিক হয় তাদের বলে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আর যারা না করে তারা গ্যারেজের মিস্ত্রী!!
পার্থক্যটা বুঝবেন...!!
একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে ফেসবু্ক থেকে