0
আসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । আমি আপনাদের জন্য তৈরি করেছি এই ছোট ব্লগ। আশাকরি আপনারা আমার এই ব্লগ থেকে সবরকম সেবা পাবেন। যাই হোক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি  উপকারি একটি্  টিপস নিয়ে।

অনেক সময় কম্পিউটার চালুর সময় বিভিন্ন প্রোগ্রাম লোড হতে দেরি হয়। বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহারের কারণে এমনটি হয়ে থাকে। এতে সময় বেশি লাগার পাশাপাশি বিরক্তিও তৈরি হয়। চাইলে খুব সহজে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


দ্রুত গতিতে কম্পিউটার স্টার্টআপের জন্য করণীয় বিষয়গুলো এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে ‘start’ এ গিয়ে ‘run’ এ যেতে হবে। তারপর সেখানে লিখতে হবে ‘msconfig’।
 এবার একটি বক্স আসবে
  এবার ‘startup’ ট্যাব  এ গিয়ে যে প্রোগাম দরকার তা রেখে অন্যগুলো আনচেক করে দিন।
 এবার ওকে করতে হবে।
এরপর দেখুন কম্পিউটার চালু হতে কিছুটা হলেও কম সময় লাগছে।
আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে

 
Top