আসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আসাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।আমি ও ভালো আছি।আমি মোঃ সাদাত রহমান সাকিব।আমি সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় এ ৭ম শ্রেণি তে পড়ি।আমি আপনাদের জন্য তৈরি করেছি এই ছোট ব্লগ।আশাকরি আপনারা আমার এই ব্লগ থেকে সবরকম সেবা পাবেন।তো যায় হোক
আজ আমি আপনাদের মাঝে একটু নতুন মজার ও দারুন টিউন নিয়ে হাজির হলাম।
বর্তমান প্রযুক্তির যুগে আমরা যে সকল ইলেট্রিক ও ইলেট্রনিক্স ডিভাইস ব্যবহার করি তার বেশির ভাগই রিমোর্ট চালিত। আমরা মাঝে মাঝে সেই রিমোর্ট নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই যে এটা কি নষ্ট হয়ে গেল নাকি।
আজ আমি আপনাদের জানাব কিভাবে সবচেয়ে সহযে আপানার ব্যবহারিত রিমোট কন্ট্রোলটি ভাল না খারাপ অথবা রিমোর্ট কিনতে গেলে সেটা ভাল কিনা তা দেখার উপায় বলে দিচ্ছি।
এটা করার জন্য প্রয়োজন হবে একটা ক্যামেরা। আমাদের মোটামোটি সবার ব্যবহারিত মোবাইল ফোনে যেকোন মানের একটা ক্যামেরা লাগানো থাকে। প্রথমে সেই ক্যামেরাটি অন করে আপনার রিমোর্টটির LED বাল্বটি ক্যামেরার লেন্স বরাবর রেখে রিমোর্টের যেকোন একটি বাটন প্রেস করেন। যদি রিমোর্টটি ভাল হয় তাহলে ক্যামেরার ডিসপ্লেতে সাদা আলো দেখতে পাবেন। আর যদি নষ্ট হয় বা ব্যটারী শেষ হয়ে যায় তাহলে কোন আলো জ্বলবে না।
সবাই ভাল থাকবেন
আশা করি ভবিষতে অন্য কোন নতুন বিষয় নিয়ে হাজির হতে পারব।
এটি আগে আমার ফেসবুক ফ্যান পেজে প্রকাশিত
তাহলে আগামী পোস্ট এ দেখা হবে।
সবাই ভালো থাকবেন ।
আল্লাহ হাফেজ।
একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে ফেসবু্ক থেকে