আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশাকরি সবাই।আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও ভালো ব্লগ সাইট যাদের আছে তারা সবসময় চাইযে নিজের ব্লগটা যেন সবার চেয়ে সুন্দর হয়।সবাই যেন আমার ব্লগের পোস্ট পরতে বিরক্ত না হয়ে যায়।আমরা ডিফল্ট ভাবে ব্লগে দেখি যে কলাম(Lable) অ্যাড করা যায় ।কিন্তু কলাম টা হয় নিচে নিচে এই জন্য আমার সাইটে যেমন পোস্ট বিভাগে কিন্তু পাশাপাশি।আপনি যদি এরকম করতে চান তাহলে আপনি নিচের নামুন।

*ব্লগে লগইন করুন এবার Template>Edit Html  ক্লিক করুন।
*এবার Ctrl+F চেপে খুঁজে বের করুন ]]></b:skin> এই লেখাটি।
* যদি পান পাবেন অবশই তাহলে নিচের লাল লেখার কোড গুলো ঠিক ]]></b:skin> আগে বসিয়ে দিন।
                                     #Label1 ul li{
                                                float: left;
                                                width: 45%;
                                      }


 যদি হয় তাহলে তো ভালোই খুশি হলেন।নাহলে নিচের কোড টা দেন।


                                              #Label3 ul li{
                                                float: left;
                                                width: 45%;
                                      }



 এবার আপনি Seve Template এ ক্লিক করুন এবং আপনার হোম পেজে যান এবং যাদু দেখুন।
ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভলবেন না কিন্তু।
আপনাকে অনেক ধন্যবাদ আমার এই পোস্ট টি পড়ার জন্য
 আল্লাহ হাফেজ।
 
Top