0

আসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আমি ও ভালো
।চলুন শুরু করি আজকেন টিউন তাহলে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবে যে কীবাবে উইন্ডোজ থাকা অবস্থায় হার্ডডিস্কের পার্টিশন বাড়াবেন?




প্রতমে আপনার কম্টিউটারের My Computer  এর উপর মাইস রেখে নাইট বাটনে ক্লিক করুন দেখবেন Manage একটি অপশন আছে। ঐটায় ক্লিক করুন। নিচের ছবিটে মার্ক করা।একটু দেখানোর চেষ্ট করি।


 উপরে ভালো করে দেখুন Device Management নামে মার্ক করা যে অপশন ঐটায় ক্লিক করেন।এবার আপনার কম্পিউটারে যে কয়টা ড্রাইভ আছে সেগুলো শো করবে।এখন আপনি যে কোন ড্রাইভ খেকে একটা নতুন ড্রাইভ করতে পারেন। আমি শেষের টায় করেছি তাই শেষেরটায় দেখালাম।পদ্ধতি সবগুলোর জন্য একই।


মনে করুন F  ড্রাইভে পার্টিশন করে আর একটা ড্রাইভ করবেন।তাহলে F  ড্রাইভে উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করুন্ দেখেবেন Shrink Volume নামে একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করেন দেখবেন উপরের Shrink (F)নামের যে চার্টাটা দেখছেন ঐরকম আসবে।5874৮ এই জায়গায় দিবেন টিক তত যত আপনি নিউ ড্রা্ইভে রাখতে চান।এরপর Shrink এ ক্লিক করলে নতুন ড্করাইব তৈরী হয়ে যাবে।এবার নতুন ড্রাইভটির উপর ডান বাটন ক্লিক করে New Simple Volume এ ক্লিক করুন্‌রেপর যতগুলো  Next  পাবেন বার বার Next করুন।নিচের ছবিরমত।ব্যাস কাজ শেষ।


 
 
 Software-Free(Shakib-Soft)
ভালো থাকবেন।
আমি ফেসবুক
Mob:01795299929
আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে

 
Top