![]() |
জীবনে মুরগি পুষে টাটকা ডিম
খাওয়ার সুযোগ মেলা দায়, কিন্তু
ডিমের চাহিদা তো পূরণ করা চাই।
এই সুযোগটা কাজে লাগান
বাজারের ডিম বিক্রেতারা।
তাদের ডালিভর্তি সুন্দর ডিম
দেখে বোঝার উপায় নেই
কোনটা কতোদিনের। অনেক সময়
টাকা দিয়ে কিনে এনে শেষে ফেল
ে দিতে হয়। কখনো আবার অনেকদিন
আগে কিনে রাখা ডিমটি খাওয়ার
উপযুক্ত আছে কিনা সেটাও জানার
দরকার হয়। কিন্তু উপায় কি?
জেনে নিন সহজ উপায়…
* প্রথমে একটি পানিপূর্ণ
পাত্রে একটি ডিম দিন।
* ডিমটি যদি সম্পুর্ণ
ডুবে গিয়ে পাত্রের তলায়
পড়ে থাকে,
তবে বুঝতে হবে ডিমটি একদমই
টাটকা।
* ডিমের মোটা অংশ যদি উপর
দিকে উঠে আস্তে আস্তে সোজা হত
ে থাকে, তবে ডিমটি এক সপ্তাহ
আগের।
* ডিমের চিকন অংশ উপরের
দিকে উঠে ডিমটি একদম
সোজা হয়ে যায়, তবে বুঝে নেবেন
ডিমটি ২ থেকে ৩ সপ্তাহ আগের।
* ডিমটি যদি নষ্ট বা খুব বেশি পুরাতন
হয় তবে পানিতে ভেসে উঠবে। তখন
নিশ্চিত থাকবেন ডিমটি আর
খাওয়ার উপযুক্ত নেই। ফেলে দিন দ্রুত।
একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে ফেসবু্ক থেকে
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.