0
আসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভালো আছেন।আমি ও ভালো আছি।আমি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র।এটি আমার ব্লগ সাইট এখানে আশা করি সব ধরনের টিপস(Solition)পাবেন ।আমি হয়তো বড় প্রোগ্রমার না।এই বয়সে আর কি সব কাজ সম্ভাব হয়ে হতে না ।এক দিকে পড়া-শোনা অন্য দিকে কম্পিউটার আর তার অন্য দিকে খেলাধুলা আবার ৫উক্ত নামাজ এর মধ্য দিয়ে কাটে আমার দিন।
তো যায় হোক আমি হয়তো বড় প্রোগ্রমার না তবে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পারব আশা করি।তো আজ আমি এতো রাত এ আপনাদের জন্য "প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ"সম্পর্কে জানাবো।সকালে স্কুল তাই আজ ই আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? তা বুঝাব ......আর আম্নি তে ও আমার ব্লগ ডিজাইন এর কাজ চলছে।...তো আমারা থাহলে শুরু করি ...



ধরুন আপনি থাকেন ব্রাজিল এ এবং আপনার বন্ধু থাকে বাংলাদেশে এখন আপনি যদি আপনার ব্রাজিলিয়ান ভাষায় তার সাতে কথা বলেন ।তাহলে আপনার বন্ধু কি আপানার কথা বুঝবে!!!অবশ্যই না।আপনি যদি তার সাতে কথা বলতে চান?তাহলে আপনাকে এমন ভাষা ব্যাবহার করতে হবে যেটা আপনার বন্ধু যানে যেমন"English"ঠিক তেমনি ভাবে আপনি যে কম্পিউটার এর সাতে কথা বলবেন।তা আপনাকে কম্পিউটার এর ভাষা বুঝতে হবে বা কম্পিউটার কে আপনার ভাষা বুঝাতে হবে।

তো আমরা দেখি যে প্রোগ্রামিং কি কি ধরনের ভাষা আছে??



                                                     প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ


১. সর্ব প্রথম যেয়  ল্যাঙ্গুয়েজ টা তৈরি হয়েছিল সেটা হল "মেসিন ল্যাঙ্গুয়েজ" এটা প্রায় আজ থেকে ৪০-৫০ বছর আগে ব্যাবহার করা হতো।মেসিন ল্যাঙ্গুয়েজ এর শুধু ২টা অক্ষর ব্যাবহার হতো সেটা ছিলঃশুধু ০১০১০১০(010101)এর কারন তখনকার কম্পিউটার গুলোতে সুইচ ছিল (OFF=0,On=1)
তখন একটা প্রোগ্রামিং করতে অনেক সময় লাগত।এবং প্রোগ্রমারদের অনেক কষ্ট হতো কারন :প্রোগ্রমারদের শুধু 0 আর ১ দিয়ে অনেক কিছু মনে রাকতে হতো।

২.মেসিন ল্যাঙ্গুয়েজ এর পর আসলো "এসেম্বলি ল্যাঙ্গুয়েজ" এসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু ইন্সটক্সন ছিল যে গুলো কম্পিউটার সহজে বুঝে নিত।যেমনঃMUL,MOV,ADD,SUB e.t.c(১৯৮০-১৯৯০ সালের প্রায় সব গামেই এসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি।
৩.এসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর পর আসলো"প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ" প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ গুলো হলঃPascal,Basic,Fortran,C এর মধ্যে আমরা সবাই C ল্যাঙ্গুয়েজ এর নাম শুনেছে এবং এটা অনেক জনপ্রিয়।
৪।এর পর আসলো যে "অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ" কারন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এ বড় প্রোগ্রামিং করা সম্ভাব হচ্ছিলো না।তো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ গুলো হলঃC++,Java,C#,Scala,Python,Ruby,PHP

তো আমরা অনেক গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম।আমার অনেক ঘুম আসতেছে ।তো আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলেন এর পরের পরবে আমরা যে কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো আশা করি।
তো সবাই ভালো থাকুন,আর এর ব্লগ এর সঙ্গে থাকুন।
আর আমার জন্য দোয়া করুন আমি যেন আরও ভালো পোস্ট আপনাদেরকে উপহার দিতে পারি।
ফেসবুক এ আমি
আল্লাহ হাফেজ।



একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে

 
Top