0



আসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আসাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।আমি ও ভালো আছি।আমি জাহিন জাওয়াদ। আমি সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় এ ৭ম শ্রেণি তে পড়ি। আসা করি আমার আজকের পোস্ট আপনাদের কাজে আসবে





 কম্পিউটারের গতি বাড়ানোর কিছু উপায়ঃ
. জায়গা খালি করুন
অনেক কম্পিউটারেরই হার্ড ডিস্কের
জায়গা ভর্তি হয়ে যাওয়ায়
সেগুলো ধীর হয়ে যায় আর হার্ড
ডিস্কের
জায়গা খালি না করলে কোনোভাবেই
সেগুলোর গতি ফেরানো সম্ভব হয় না
প্রত্যেক হার্ড ডিস্কেরই কমপক্ষে পাঁচ
ভাগ স্থান খালি রাখা প্রয়োজন তাই
গতি বাড়ানোর জন্য প্রথমেই
আপনাকে হার্ড ডিস্কের কিছু
জায়গা খালি করতে হবে

. কম্পিউটার ঠাণ্ডা রাখুন
কম্পিউটারের ভেতরের
যন্ত্রগুলো অতিরিক্ত গরম
হয়ে গেলে তার
গতি কমে যেতে পারে কিংবা বন্ধও
হয়ে যেতে পারে
সমস্যা দেখা দিলে প্রথমেই
কম্পিউটারের বাতাস চলাচলের
পথগুলো উন্মুক্ত রাখতে হবে
ভেতরে ময়লা জমলে তা ভালোভাবে পরিষ্কার
করতে হবে
ল্যাপটপে এমনটা হলে বাড়তি ফ্যানসহ
কুলিং প্যাড ব্যবহার করতে পারেন
আর ডেস্কটপ কম্পিউটার বেশি গরম
হলে বাড়তি ফ্যান লাগানোর
ব্যবস্থা করতে হবে

. টেম্পোরারি ফাইল ডিলিট করুন
আপনার ইন্টারনেটের
ফাইলগুলো কি কখনো ডিলিট
করেছেন? যে কোনো ওয়েবসাইট
ভিজিট করলেই এসব ফাইল কম্পিউটার
সেভ করে রাখে আর প্রক্রিয়ায়
কম্পিউটার ক্রমে ধীরগতির হয়ে যায়
ঝামেলা দূর করার জন্য আপনার
নিয়মিত টেম্পোরারি ফাইল ডিলিট
করা উচিত

. একসঙ্গে বেশি প্রোগ্রাম
চালাবেন না
কম্পিউটারে যদি আপনার
একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম
কিংবা ওয়েবসাইট চালানোর
অভ্যাস থাকে তাহলে সেটা বাদ
দিন কারণে কম্পিউটারের
ব্যবহারযোগ্য মেমোরি কমে যায়
এবং কম্পিউটারের গতিও
কমে পাল্লা দিয়ে

. কম্পিউটার চালু
কম্পিউটার চালুর সময় একাধিক
প্রোগ্রাম চলতে শুরু করলে তা আপনার
কম্পিউটারের
গতি অনেকাংশে কমিয়ে দেবে (যেমন
মেসেঞ্জার, একাধিক ভাইরাস গার্ড,
স্কাইপ) সমস্যা মোকাবেলায়
প্রোগ্রামগুলো যেন শুধু প্রয়োজনের
সময়েই চলে এবং অন্য সময় না চলে,
সেটা নিশ্চিত করতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে

 
Top