0

 


আসসালামুআলাইকুম।আশা করি সবাই মহান আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি।যায় হোক আজ আর কথা বারাবোনা। হতাৎ মনে পরে গেলো সেই ২০১২ সালের কথা।তায় কম্পিউটার ওপেন করলাম এবং ঐ ২০১২ সালের ফাইল ওপেন করতে লাগলাম ৬-৭ টা।কিন্তু দেখি ওপেন হচ্ছে না...কি করব কিছু বুজলাম!!! তাই একটু ঘাটাঘাটি করতে করতে  শিখে নিলাম।





                         Word was unable to read this document. It may be corrupt




তবে চলুন দেখে নেই কিভাবে ক্ষতিগ্রস্থ এবং ধ্বংসপ্রাপ্ত ওর্য়াড ফাইল কিভাবে রিপেয়ার করবেন:
অফিস ওপেন করুন > ফাইল মেনুতে ক্লিক করে > ওপেন অপশনে ক্লিক করুন
                                                                                                                                                    
২০০৭ এবং এর উন্নত সংস্করণে

এখন ক্ষতিগ্রস্থ এবং নষ্ট ওর্য়াড ফাইলটি নির্বাচন করে ওপেন বক্সের নিচের ক্লিক করে ওপেন এন্ড রিপেয়ার অপশনটিতে ক্লিক করুন
ব্যাস! হয়ে গেল! তবে অনেক ক্ষেত্রে এবং অনেক সকম মাইক্রোসফট অফিস ২০০৩ এবং এর আগের সংস্করণের এই বিল্ট ইন রিপেয়ার সিস্টেমটি কাজ নাও করতে পারে। এ ক্ষেত্রে মাত্র দেড় মেগাবাইটের একটি ফ্রি পোর্টেবল সফটওয়্যার দিয়েও রিপেয়ার করতে পারেন।
ফ্রি পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করে নিন.



দেখা হবে আগামী পোস্ট এ
আল্লাহ্‌ হাফেজ।



একটি মন্তব্য পোস্ট করুন ব্লগ থেকে

 
Top